১) সরকার কর্তৃক বরাদ্দকৃত টিউবওয়েলসমূহ উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত স্থানে নির্দিষ্ট পরিমান অর্থ সরকারী কোষাগারে জমাদানের পর টিউবওয়েলসমূহ স্থাপনের ব্যবস্থা করা হয়।
২) জনগনকে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার পর এখানে টিউবওয়েলের মেরামত ও মেরামত সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা আছে।
৩) উপজেলা পর্যায়ে ইহার একটি স্যানিটারী লেট্রিন সামগ্রী যেমন: রিং ও স্লাব উৎপাদন ও বিক্রয়ের কেন্দ্র আছে। তাছাড়া ইহার অধিন আশুজিয়া ইউনিয়নের একটি ইউনিয়ন গ্রামীন স্যানিটেশন বিক্রয় কেন্দ্রও আছে। উক্ত কেন্দ্র থেকেও উৎপাদিত মালামাল বিক্রয় করা হয়। জনগনকে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার পর স্যানিটারী সামগ্রী বিক্রয় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস