Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের সময়সীমা

০১

সহায়ক চাঁদা সংগ্রহের মাধ্যমে সরকারীভাবে পল্লী অঞ্চলে বিভিন্ন ধরণের নিরাপদ পানির উৎস্য স্থাপন/ পুন:স্থাপন/ পুনর্বাসনকরণ।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ে

০২

গ্রামীণ এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্নস্থাপনাদি নির্মাণ এবং পরিচালনা ও রণাবেণের জন্য পানি সমিতির নিকটহস্তান্তর।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ে

০৩

নিরাপদ পানির উৎস্য স্থাপনে জনগণকে পরামর্শ প্রদান।

তৎক্ষনাত

০৪

সরকারীভাবে স্যানিটারী ল্যাট্রিন উৎপাদন ও বিক্রয়।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ে

০৫

স্যানিটেশন সম্পর্কে জনগণকে উদ্ধুদ্ধকরণ।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ে

০৬

 স্যানিটারী ল্যাট্রিন স্থাপন ও ব্যবহার সম্পর্কে জনগণকে পরামর্শ প্রদান।

তৎক্ষনাত

০৭

জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর, উপজেলা অফিসে বিনামূল্যে পানিতে আর্সেনিকের উপস্থিতি নির্নয়।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ে

০৮

ফি প্রদান সাপেক্ষে ল্যাবরেটরীতে পানির গুনাগুন পরীক্ষাকরণ।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ে

০৯

বন্যা ও দূর্যোগ কালীন সময়ে বন্যা আশ্রয় কেন্দ্রে অস্থায়ীভাবে নলকুপ ও ল্যাট্রিন স্থাপন।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ে